মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭, ০৭:৪৩:২২

‘গণতান্ত্রিক পন্থায় না হলে, ভিন্ন কৌশলে মাঠে নামবে বিএনপি’

‘গণতান্ত্রিক পন্থায় না হলে, ভিন্ন কৌশলে মাঠে নামবে বিএনপি’

নিউজ ডেস্ক : জনগণের অধিকার আদায়ে ভিন্ন কৌশলে মাঠে নামবে বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন,‘গণতান্ত্রিক পন্থায় না হলে ভিন্ন পথ বের করবো আমরা। বিএনপি যাতে কোনও সভাসমাবেশ করতে না পারে, সেজন্য একের পর এক নিয়ম করছে। কিন্তু তারা (আওয়ামী লীগ) মনে করে দেশের মানুষ বোকা। দেশের মানুষ এত বোকা না। ’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)আয়োজিত ‘স্বাধীনতা যুদ্ধ,গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন বিষয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। আমরা থেমে থাকবো না। বিএনপি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিকভাবে সমাধান না হলে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের কৌশল ভিন্ন হতে পারে। আওয়ামী লীগ সরকার একই খেলা খেলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে বিএনপি।’

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘নারায়ণগঞ্জে সাত খুনের রায় দিয়ে তারা দেশের মানুষকে বুঝিয়েছে যে, দেশে আইনের শাসন আছে। আসলে তা নয়। নারায়ণগঞ্জের মামলা এমন আকার ধারণ করেছিল, যা তারা ধামাচাপা দিতে পারেনি। তাই এমন রায় দিয়েছে। দেশে আরও অনেক অন্যায় ও হত্যার বিচার হচ্ছে না। সাংবাদিক সাগর রুনির হত্যারও বিচার হয়নি। সরকার এগুলোর কিছুই করছে না ।’

খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ সরকার মনে করে দেশে গণতন্ত্র থাকুক আর না থাকুক, বিএনপিকে দমন করতে হবে। আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমান এবং তার দল বিএনপিকে এতটাই ভয় পায়, দলের কোনও কর্মসূচিই পালন করতে দেয় না।’

১৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে