নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর নতুন সুপার ফাইভ কমিটি পেলো বিএনপির সহযোগী সংগঠন যুবদল। সোমবার মধ্যরাতে সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
নতুন কমিটিতে মোরতাজুল করিম বাদরু সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়ন যুগ্ম-সাধারণ সম্পাদক ও মামুন হাসান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সেই সঙ্গে সুপার ফাইভ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনাও দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১লা মার্চ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সভাপতি ও সাইফুল আলম নিরবকে সাধারণ সম্পাদক করে যুবদলের সর্বশেষ কেন্দ্রীয় কমিটি হয়েছিল। কয়েক বছর ধরেই যুবদল পুনর্গঠন নিয়ে বিএনপির ভেতরে চলছিল নানা আলোচনা-সমালোচনা। কিন্তু গ্রুপিং নির্ভর রাজনীতির কারণে বারবার উদ্যোগ নিয়ে সংগঠনটির পুনর্গঠন থেকে পিছিয়ে আসে বিএনপির শীর্ষ নেতৃত্ব। অন্তত এক বছর ধরেই নিরব-টুকুর নেতৃত্বে যুবদল কেন্দ্রীয় কমিটির একটি ফরম্যাট নিয়ে গুঞ্জন চলছিল বিএনপিতে। কিন্তু যুবদলের নতুন মেরূকরণ নিয়ে দ্বিমত ছিল খোদ বিএনপির নীতিনির্ধারক মহলেই।
এদিকে গত বছর বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর যুবদলের তৎকালীন সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দলের যুগ্ম মহাসচিব হন। এরপর তিনি যুবদল সভাপতির পদ ছেড়ে দিলে কয়েক মাস আগে বিগত কমিটির সহ-সভাপতি অ্যালবার্ট পি কস্টা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। অবশেষে সোমবার মধ্যরাতে যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়। যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন।
এছাড়া সফিকুল ইসলাম মিল্টন সাধারণ সম্পাদক, মোস্তফা কামাল রিয়াদ সিনিয়র সহ-সভাপতি, শরিফউদ্দিন জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক ও মোস্তফা জগলুল পাশা পাপেল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু। এছাড়া গোলাম মাওলা শাহিন সাধারণ সম্পাদক, শরীফ হোসেন সিনিয়র সহ-সভাপতি, সাইদ হাসান মিন্টু, আর টি মামুন ও আনন্দ শাহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিন খান শাহীন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
নতুন সভাপতি, সম্পাদককে ফুলেল শুভেচ্ছা : যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। গতকাল সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবগঠিত যুবদলের নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে আন্দোলনকে এগিয়ে নেয়া হবে। যুবদলের নতুন এ কমিটি কিছুদিনের মধ্যেই দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো বেগবান করবে। এজন্য তারা দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি