বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ০২:০৯:৫৮

রায়ে স্বস্তি, বাস্তবায়ন নিয়ে শঙ্কায় বিএনপি

রায়ে স্বস্তি, বাস্তবায়ন নিয়ে শঙ্কায় বিএনপি

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় নিয়ে স্বস্তি প্রকাশ করলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা কাটছে না দলটির। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় হলেও তা কার্যকর নিয়ে শঙ্কিত দেশের জনগণ। কারণ, রায় বাস্তবায়নে এখনো কয়েকটি ধাপ বাকি রয়েছে। এ সরকার বড় গলায় বলে বিচার বিভাগ স্বাধীন আছে। এর প্রমাণ পাওয়া যাবে উচ্চ আদালতে এ রায় বহাল থাকলে। আলাল বলেন, বর্তমান প্রেসিডেন্টের আমলেই অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্তকে মুক্তি দেয়া হয়েছে। আর যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এ মামলায় যারা ফাঁসির আসামি তাদের যদি আবার প্রেসিডেন্ট ক্ষমা করে দেন তবে আইনের শাসন কার্যকর হবে না। মানুষের প্রত্যাশাও পূরণ হবে না।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রসঙ্গে আলাল বলেন, প্রেসিডেন্টের প্রতি আমাদের আস্থা আছে। তবে রাজনৈতিক ভাবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তন করা হলে তা মেনে নেয়া হবে না। সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আবার যদি আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, তাদের দোসর কোনো ব্যক্তিকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে জনগণ মেনে নেবে না। বিএনপি যেহেতু জনগণের অধিকার নিয়ে কাজ করে, সুতরাং এটি বিএনপিও মেনে নেবে না। এর বিরুদ্ধে যত রকম ব্যবস্থা নেয়া দরকার বিএনপি নেবে।

আলাল বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে সকলের উপস্থিতিতে নির্বাচন কমিশন গঠনের জন্য খালেদা জিয়াই প্রথম প্রেসিডেন্টের কাছে প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে একেক জন একেক রকম কথা বলছেন। তাদের কথার মধ্যেই অস্থিরতা রয়েছে।

বিদেশে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে আলাল বলেন, দেশের টাকা প্রতিবছরই বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কত টাকা বিদেশে পাচার হচ্ছে তার হিসাব সরকারের কাছেও নেই। আর এটি হচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে, যার অবদান আওয়ামী লীগের। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, হারুন অর রশিদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
১৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে