নিউজ ডেস্ক: এই প্রথমবারের মত অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন ঢাকার ছেলে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম বাংলাদেশি মুসলিম-রিপাবলিকান সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন ড. মোহাম্মদ আলী ভূঁইয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান টম প্রাইস স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ায় ওই আসনটি শিগগিরই শূন্য হবে।
মূলত ওই আসনের বিশেষ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন মোহাম্মদ আলী। ৩০ বছর আগে ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢাকার সন্তান মোহাম্মদ আলী। আটলান্টায় বসবাসরত এই অর্থনীতিবিদ গত ১৩ জানুয়ারি প্রার্থিতা ঘোষণা করেন।
আটলান্টা সিটির সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান হওয়ার জন্যে গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন আরেক বাংলাদেশি শিক্ষাবিদ ড. রশীদ মালিক। তিনি রিপাবলিকান দলের প্রার্থীর কাছে হেরে যান।
জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দাপট বেশি। সেই হিসেবে, মোহাম্মদ আলী ভূঁইয়া শেষমেশ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে গেলে তাঁর জয়ের সম্ভাবনা অনেকখানি বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। ওই আসনে রিপাবলিকান পার্টি থেকে আরো চার প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে এখনো কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর