বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ০২:২৫:৫৫

‘সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৭ খুনের বিচার দ্রুত করা সম্ভব হয়েছে’

‘সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৭ খুনের বিচার দ্রুত করা সম্ভব হয়েছে’

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নারায়ণগঞ্জের সাতখুনের বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

তিনি বলেন, অপরাধী যতো বড়ই হোক না কেন সে দায়মুক্তি পাবে না। চাঞ্চল্যকর সাত খুনের মামলা প্রভাবশালী আসামি র‌্যাবের কতিপয় কর্মকর্তা ‘দায়মুক্তির মনোভাব নিয়ে’ (উইথ অ্যাটিচিউড অব ইমপিউনিটি) লোমহর্ষক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।

দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক বাণীতে একথা বলেন। ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি এসকে সিনহা।

প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়। স্বল্পতম সময়ের মধ্যে উক্ত মামলার বিচার নিষ্পত্তি করায় দেশের আপামর জনগণের আস্থা বিচার বিভাগের প্রতি বেড়েছে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচার বিভাগের উপর অন্য বিভাগগুলো হস্তক্ষেপ করবে না, বলেও আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্য নীতির প্রতিফলন হচ্ছে সংবিধানের মূল চেতনার অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ অন্য বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তেমনিভাবে আমিও প্রত্যাশা করি রাষ্ট্রের অন্যান্য বিভাগের দায়িত্ব পালনে কোনোরূপ হস্তক্ষেপ করবে না।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে