নিউজ ডেস্ক : বিআরটিএতে দুর্নীতি কমলেও দালালদের দৌরাত্ম্য এখনো কমেনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঝটিকা অভিযানে গিয়ে বিভিন্ন কাউন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির সংলাপের আহ্বানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। তিনি এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। এই সংলাপ শেষ হওয়ার পর সিদ্ধান্ত হওয়ার আগে আরেকটি সংলাপের প্রশ্ন তো আসে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা, তাহলে মাঠ নামতে হবে, আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি।’
বিএনপির রাজপথের নামার বিষয়ে তিনি বলেন, বিএনপির লিস্ট অনুযায়ী ৫৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছা নাই। আপনাদের নামতে হবে।’ দলটির রাস্তায় নামার কোনো যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বসার প্রয়োজন হলে বসবো। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে দলটি। বিএনপি বলেছে তারা খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমার পক্ষে কিছুই বলা সম্ভব না।’
১৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস