বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ০৯:৩০:৩০

সম্ভ্রম বাঁচাতে যুবককে কুপিয়ে থানায় নারী!

সম্ভ্রম বাঁচাতে যুবককে কুপিয়ে থানায় নারী!

নিউজ ডেস্ক : সম্ভ্রম বাঁচাতে এক যুবককে দা দিয়ে কুপিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক নারী। ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘেটে পশ্চিমবঙ্গের ধূপগুড়ির সোনাখালি ফরেস্ট বস্তিতে।

আহত যুবককে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত বলেছেন, মঙ্গলবার দুপুরে সোনাখালি বনবস্তির বাসিন্দা ওই নারী আচমকা থানায় পৌঁছে এক যুবককে দা দিয়ে কোপানোর কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ বলছে, স্বামীর মৃত্যুর পর ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে দাদার বাড়িতে থাকেন ওই নারী। বস্তির পাশের একটি ছোট চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি। মঙ্গলবার দুপুরে দাদা ও ছেলের অনুপস্থিতিতে ফুলদাস খড়িয়া নামের ওই যুবক মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে তার সম্ভ্রম নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই নারী।

ওই নারী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে স্কুল যায়। দাদাও বাড়িতে ছিলেন না। হঠাৎ ঘরে ঢুকে তার উপর ঝাঁপিয়ে পড়েন ফুলদাস। তিনি বলেন, ‘বাধা দিলে সে প্রথমে আমাকে একটি লাঠি দিয়ে আঘাত করে। আমি লাঠির আঘাতে পড়ে যাই। সঙ্গে সঙ্গে উঠে সম্ভ্রম বাঁচাতে হাতের কাছে একটি দা পেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আটকাতে না পেরে তার ঘাড়ে কোপ বসাই।’

অভিযুক্ত যুবক ফুলদাসের বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। স্থানীয়রা বলছেন, এর আগেও অনেকবার মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ওই যুবক তাকে কূপ্রস্তাব দিয়ে আসছিল বলেও জানিয়েছেন ওই নারী।

১৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে