নিউজ ডেস্ক : দেশের হিন্দু সম্প্রদায় যে কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তা আগামী নির্বাচনে প্রমাণ দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
তিনি বলেন, ভোটের আগে আওয়ামী লীগের কাছে হিন্দুদের কদর বেড়ে যায়। ক্ষমতায় এসে তাদের বাড়ি ঘরে আগুন লাগায়। আওয়ামী লীগ হিন্দুদের তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। তবে হিন্দুরা যে কারো ব্যক্তিগত সম্পত্তি না আগামী নির্বাচনে তার প্রমাণ হবে।
জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হিন্দু ছাত্র ফোরামের আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়াকে প্রধান অতিথি করে উদযাপনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবার জন্য আহ্বান জানান বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি বলেন, নাসিরনগর, উখিয়া, পটিয়ার ঘটনা ও সাঁওতালদের উপর হামলা এত সহজে ভুললে চলবে না। এর প্রতিশোধ তারা ভোটের মাধ্যমেই নেবে। রাজীব ধর তমালের সভাপতিত্বে ও সীমান্ত দাসের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায়, রমেশ দত্ত, ব্যারিস্টার পারভেজ ও নকুল সাহা বক্তব্য দেন।
১৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি