সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫১:১৬

মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী জেলে নিহত

মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী জেলে নিহত

নিউজ ডেস্ক : নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপির গুলিতে একজন বাংলাদেশী জেলে নিহত হয়েছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঐ ঘটনায় আরো একজন জেলে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্র জানাচ্ছে, আজ খুব ভোরে তিনজন জেলে একটি ট্রলারে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার পর বিজিপির একটি টহল নৌকা থেকে তাদের ওপর গুলি করা হয় বলে জানিয়েছে বিজিপি।

গুলিবর্ষণের ঘটনায় ২৪ বছর বয়সী একজন জেলে, নুরুল আমিন আহত হয়ে পরে মারা যায়।

ঐ নৌকাটিকে থামতে বলার পরও না থামায় মাদক চোরাচালানকারী সন্দেহে তাদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে বিজিবিকে জানিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

যদিও দুই দেশের চুক্তি অনুযায়ী সন্দেহভাজন চোরাচালানকারীদের গুলিবর্ষণ না করে গ্রেপ্তার করার নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে এটি মানা হয়নি বলে জানাচ্ছে বিজিবি।

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
০৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে