বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৩৬:২১

আলোচিত সাগর-রুনি হত্যা মামলা তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত সাগর-রুনি হত্যা মামলা তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর রনি আমার নির্বাচনী এলাকায় থাকতেন। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। হত্যা মামলাটি তদন্ত করছে র‌্যাব। তবে এ মামলার তদন্তে এখন পর্যন্ত কতটুক অগ্রগতি হয়েছে তা জানা হয়নি। তবে যে কোনো মুহূর্তে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ভালো খবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসাদুজ্জামান খান বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দারা কাজ করছে, আদালত থেকে মামলার তদন্তের ভার র‌্যাবকে দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। আমি আশাবাদী র‌্যাব সঠিক রহস্য উদঘাটন করতে পারবে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কল্যাণ সভায় অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈধ অস্ত্র অবৈধ ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈধ অস্ত্র অবৈধ ব্যবহারের বিষয়টি পুলিশ তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
০৯ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে