শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:১৭:২৫

বিএনপি কখন জানি রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে: কাদের

বিএনপি কখন জানি রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে: কাদের

নিউজ ডেস্ক : ব্যর্থতার হতাশা থেকে বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বেপরোয়া চালকের মতো বিএনপি এখন বেপরোয়া দল হয়ে পড়েছে। জানি না বেপরোয়া চালকের মতো তারা আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে।’

শুক্রবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে নতুন প্রধান নির্ববাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন সিইসির বক্তব্যকে আওয়ামী লীগের মুখপাত্রের মতো বলে অভিহিত করেন। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানে না।’

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক নেতাকর্মীদের বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘রাজনীতি অশিক্ষিত-অর্ধশিক্ষিত লোকে ভরে গেছে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে।’

ছুটির দিনে ছাড়া রাজধানীতে কোনও জনসভা করতে দেওয়া হবে না জানিয়ে সেতু মন্ত্রী  বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুভোর্গ হয়, কষ্ট পায়- এমন কর্মসূচি আমরা গ্রহণ করবো না। এ জন্য আগামী মার্চে তিনটি জাতীয় দিবসে জনসভা বা মিছিলের পরিবর্তে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে। কারণ কর্মসূচি দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য রাখেন।
১১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে