সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:২৩:০২

প্রমাণ মিললে গণিত পরীক্ষা বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী

প্রমাণ মিললে গণিত পরীক্ষা বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : চলতি এসএসসি পরীক্ষার গণিতের (আবশ্যিক) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মিললে ওই পরীক্ষা বাতিল করা হবে। সোমবার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের বড় উৎস ছিল বিজি প্রেস, সেটিতে শোধরানো গেছে। কিন্তু এখন কোনো কোনো কেন্দ্র থেকে শিক্ষকরা পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বাইরে পাঠাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য এবার পরীক্ষার কেন্দ্রে ছবি তোলা যায় এমন ফোন নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রশ্নপত্র দু-এক ঘণ্টা আগে কেন্দ্রে পাঠাতে হয় এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু শিক্ষক নামধারীরা যদি এমন করেন, সেটা বিপজ্জনক। এটা তদন্ত করা হচ্ছে, যদি কাউকে ধরা যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ বলেন, প্রশ্ন ফাঁসের সম্ভাব্য বিভিন্ন উৎস আমরা বন্ধ করেছি। এর সফলতাও পেয়েছিলাম। গত দু-তিন বছর ধরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কিন্তু এখন তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছে। সব দিক বন্ধ করে শিক্ষকদের হাতে প্রশ্ন তুলে দিয়েছি। এখন সেখান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে। আমরা বরদাস্ত করবো না। দোষীদের ধরবোই। পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এটা পরীক্ষার আগে আগে কেন্দ্র থেকে (ফাঁস) হয়ে থাকতে পারে। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং ধরাও হয়েছে। এবারও এ ধরনের শিক্ষকদের ধরার চেষ্টা চলছে। শিক্ষকদের মধ্যে এ রকম অসৎ ব্যক্তির সংখ্যা সীমিত। অসৎ শিক্ষকদের ধরিয়ে দিতে সব শিক্ষকের প্রতি আহ্বান জানান তিনি। অসৎ শিক্ষকদের কাছ থেকে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, ঢাকাসহ তিনটি বোর্ডের অধিনে চলমান এসএসসি পরীক্ষায় রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগে যেসব প্রশ্ন বিভিন্ন মাধ্যমে পাওয়া গেছে, সেগুলো পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে