বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৩০:০৩

জার্মান চ্যান্সেলরের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী

জার্মান চ্যান্সেলরের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর জার্মানি সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। বেঠকে তারা রোহিঙ্গা শরণার্থী, বেক্সিট পরবর্তী অবস্থা, বৈশ্বিক সন্ত্রাসবাদ, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানে অবস্থান করবেন।

রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবো পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের এখনই ঠেঙ্গার চরে পাঠানো হবে না। সেখানে কাজ শুরু হয়েছে। অবকাঠামো উন্নয়নের পর তাদের সেখানে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। রোহিঙ্গাদের জন্য আমাদের সেখানে অনেক ক্ষতি হচ্ছে। রোহিঙ্গারা চিরকাল থাকবে না, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।’

মিউনিখ কনফারেন্স বিষয়ে মাহমুদ আলী বলেন, ‘দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, অভিবাসন  ইত্যাদি অপ্রচলিত নিরাপত্তা বিষয়েও আলোচনা হবে।’
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে