নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যদি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানোর পর নির্বাচন হয় তবে সে নির্বাচন হবে না। খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, সে নির্বাচন হবে না। দেশের মানুষ সে নির্বাচন মেনে নেবে না। দেশপ্রেমিক কোন রাজনৈতিক দলও সে নির্বাচনে অংশ নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনপিপি আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সহায়ক সরকারের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, আমরা নির্বাচন করতে চাই। কিন্তু সেই নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডে হতে হবে। সব দলের অংশগ্রহণমূলক ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে হবে। এই জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
ফখরুল বলেন, ওয়ান-ইলেভেনে শুরু হয়েছিলো বিরাজনীতিকরণের ধারা। রাজনৈতিক নেতাদেরকে ও রাজনীতিকে ধ্বংস করার এই ধারা আওয়ামী লীগ বহন করে চলেছে। তারা আজকে একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল ও বড় রাজনৈতিক জোটগুলো ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা মাথায় আসে না তারা কিভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলেন এবং সেই ভয়াবহ জাতিবিধ্বংসী নীতির মধ্য দিয়ে তারা চলছেন।
নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমাদের একটা আশা ও আস্থা ছিল। রাষ্ট্রপতি আওয়ামী লীগের জায়গা থেকে উঠে এসে দেশ ও মানুষের জন্য একটি ভূমিকা রাখবেন। দুর্ভাগ্য আমাদের তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ও ভূমিকা রাখতে পারেননি। তিনি যে সার্চ কমিটি গঠন করছেন এটা নিয়ে আমরা ইতোমধ্যে বলেছি তা প্রশ্নবিদ্ধ ছিল। তারা যে নির্বাচন কমিশন আমাদের সামনে দিয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছে।
১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি