নিউজ ডেস্ক : সংবিধান এবং নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন চলবে। আর খালেদাকে কারাগারে পাঠানোর কোনো চিন্তা সরকারের নেই। এটা আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বনানী বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবেদ মনসুরসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে ভারতের তামিলনাডুর বর্তমান রাজনীতির উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তামিলনাডুতে জয়ললিতার বান্ধবী শশীকলা মেজরিটি দাবি করে আদালতের রায়ের কারণে জেলে গিয়েছিলেন। সরকার গঠনের একেবারে কাছে থেকেও তিনি কিন্তু সরকার গঠন করতে পারেননি। দুর্নীতির দায়ে তাকে কারাগারে থাকতে হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। সময় এবং স্রোত কারো জন্য যেমন অপেক্ষা করেনা, তেমন সংবিধান এবং নির্বাচন ও কারো জন্য অপেক্ষা করবে না। আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন কারো জন্য বসে থাকবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস