নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির চেয়ারপারসনকে ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা দলীয়ভাবে বসি নাই। দলের মধ্যে নানা রঙের লোক আছে, নানা বর্ণের লোক আছে, নানা মতের লোক আছে। কে, কী ভাবছে, সেটা আমরা জানি না। পত্রিকার ভাষা যেটা আসছে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমরা দলীয়ভাবেই সিদ্ধান্ত নিব।’
তিনি আরো বলেন, শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনেই যাব, তাহলে ১৪ সালেই নির্বাচনে যেতে পারতাম। তাহলে পাঁচ বছর পরে যাব কেন? ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে আওয়ামী যদি টিকে থাকতে চায়, থাকুক। তবে এটা বলতে পারি- খালেদা জিয়া ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না
গয়েশ্বর বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনকালীন রূপরেখার খবর গণমাধ্যমেই দেখেছি। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমরা এখনও বসিনি। দলে নানা রং, ঢং ও মতের লোক আছে। তারা কে কী ভাবছেন, সেটাও জানি না। নির্বাচনকালীন সরকারের রূপরেখা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। বিষয়টি আমরা দলীয়ভাবেই সিদ্ধান্ত নেব।'।
শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।