নিউজ ডেস্ক: রাজধানীর ফকিরাপুলস্থ বাবে রহমত দেওয়ানবাগ শরীফের পীর মাহবুবে খোদা’র শারীরিক অবস্থান উন্নতি ঘটেছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) থেকে শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেওয়ানবাগ শরীফের প্রতিনিধি ড. আব্দুল মান্নান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকে (১৮ ফেব্রুয়ারি) পীর সাহেবকে কেবিনে নেওয়া হয়েছে। আগে তাকে তরল খাবার দেওয়া হত। এখন বাসা থেকে আনা খাবার খেতে দেওয়া হচ্ছে।’
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, দেওয়ানবাগী পীর ৫ ফেব্রুয়ারি জ্বর, কাশি, অচেতনতা ও জড়িয়ে যাওয়া কথার সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তাকে প্রথমে ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেওয়া হয়।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর