রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:০০:৪৮

প্রকৃত ভাষা শহীদদের তালিকা তৈরি করতে কোর্টের নির্দেশ

প্রকৃত ভাষা শহীদদের তালিকা তৈরি করতে কোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক: ১৯৫২ সালে মহান সংগ্রামে অংশ নেয়া প্রকৃত ভাষা শহীদদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে এ তালিকা তৈরি করে তা জমা দিতে সংস্কৃতি মন্ত্রণালয়কে এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

সেইসঙ্গে ভাষা শহীদদের জন্য যাদুঘর তৈরির জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। রোববার বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।
২০ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে