রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:২৭:১৫

একটি অপশক্তি মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

একটি অপশক্তি মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘একটি অপশক্তি মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

রোববার দুপুরে তেজগাঁওয়ের রেলগেটের কাছে আলম মিশন পরিচালিত মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কী কারণে সারাবিশ্বে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সেটা আগে জানতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে দাঁড়াতে হবে। ইসলামে মানুষ হত্যাকারী ও জঙ্গিবাদের কোনও স্থান নেই।’ যারা ভুল করে কিংবা বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদে জড়িয়েছে, তাদের সেই অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান তিনি ।

এবিএম গোলাম মোস্তফা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশে ইরানি দূতাবাসের কাউন্সিলর মুসা হোসাইনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে