ঢাকা: হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে (৯০) উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ থেকে তাকে মালয়েশিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।
আল্লামা শাহ আহমদ শফী সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিশেষ দোয়া মাহফিল করেছেন।
এর আগে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফী। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার পাঠানো হয়।
২০ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস