মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৩৫:০১

এবার পাকিস্তানে পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি

এবার পাকিস্তানে পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তান এখন আলাদা তথা স্বাধীন দেশ। তৎকালীন সময়ে এই পাকিস্তানের সাথে বিরোধ ছিলো আমাদের। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যে দেশের বিরুদ্ধে দাড়িয়েছিলো বাংলাদেশের মানুষ, সেই পাকিস্তানেও পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

কিন্তু কেন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তা জানেন না পাকিস্তানের অধিকাংশ মানুষ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের স্বচ্ছ ধারণা নেই এ দিবসটি সম্পর্কে।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা পৃথিবীতেই ২১শে ফেব্রুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সে অনুসারে কাগজে কলমে ভালোভাবেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় পাকিস্তানেও।

করাচি, ইসলামাবাদ ও লাহোরের মতো শহরে বেশ ঘটা করেই পালন করা হয় দিবসটি। সভা-সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। কোনো কোনো শহরে প্রভাত ফেরীর আয়োজনও করা হয়।

এ বছর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে পাকিস্তানে ১৮ ও ১৯ তারিখে সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে উঠে আসে না বাংলাদেশের মানুষের ত্যাগের কথা। কেবল ১৯৫২ সালে উর্দুর মাধ্যমে বাংলা ভাষাকে দমিয়ে রাখার চেষ্টা এবং একটি ভাষা আন্দোলন সম্পর্কে কিছু ধারণা রয়েছে পাকিস্তানের মানুষের।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে