নিউজ ডেস্ক : বিশ্বের ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সুতরাং বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষা হওয়া এখন সময়ের দাবি। যে কোনও উপায়ে জাতিসংঘের কাছে বাংলাকে দাফতরিক ভাষার করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের মনে করেন, বিভিন্ন কারণে বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাই এটি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে তার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস