বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:৫২:৪৭

কারও কাছে মাথা নত করে আমরা চলব না : প্রধানমন্ত্রী

কারও কাছে মাথা নত করে আমরা চলব না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মহান একুশ আমাদের শিক্ষা দিয়েছে মাথানত না করার, আপন মর্যাদায় এগিয়ে চলতে। একুশের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশের পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে চলতে পারি। কারও কাছে মাথা নত না করা, কারও কাছে মাথা নত করে আমরা চলব না।’

শেখ হাসিনা বলেন ‘আমাদের যতটুকু সম্পদ যেটা জাতির পিতা বারবার বলেছেন সেই সম্পদটুকু কাজে লাগিয়েই আমরা বিশ্ব সভায় আমাদের নিজেদের আপন মহিমায় আমরা গৌরবান্বিত হব, নিজেদের গড়ে তুলব এবং সারাবিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে চলব। এটাই হবে এদেশের মানুষের জন্য সবদিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি বলেন, একুশ আমাদের শিখায় মাথা নত না করা। একুশ আমাদের শিখায় যেকোন অন্যায়ের প্রতিবাদ করা। একুশ আমাদের শিখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাই একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে একটা অনন্য দিন। কিন্তু এই একুশে ফেব্রুয়ারি আমরা শহিদ দিবস হিসেবে পালন করেছি। আজকে শুধু শহিদ দিবস হিসেবে না, সেই সাথে সাথে একুশে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিল্প, সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে, গবেষণা, সমস্ত বিজ্ঞান চর্চা থেকে সর্বক্ষেত্রেই আমাদের যে মেধা, তা বিকাশের সুযোগ পাবে। এবং আমাদের আগামী প্রজন্ম আমাদের ইতিহাস তাদের জানতে হবে- গৌরবের ইতিহাস যা আমরা রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি। রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। সেই চেতনা যেন কখনও নস্যাৎ হয়ে না যায়।

২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে