ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ছাত্র-ছাত্রীদের ওপর নজরদারি বাড়াতে আইনশৃঙ্খথলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, এখন জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সফলতা অর্জন করেছে। জঙ্গিবাদ দমনের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
২৩ ফেব্রুয়ারী ২০১৭/এমিট নিউজ২৪ ডটকম/এ পি