পুলিশের নিষ্ক্রিয়তা, হাইকোর্টের রুল
ঢাকা : রাজধানীর গুলশানের ৭৪ নম্বর রোডে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে কেন পুলিশের নিষ্ক্রিয়তা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গুলশান থানার ওসির বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। তার সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ কমিশনার (তদন্ত) ও গুলশান খানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
অনীক আর হক সাংবাদিকদের বলেন, ১২ অক্টোবর গুলশানে কার রেসিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। পত্রপত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার আটদিন পরও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মটরযান আইন অনুযায়ী ২১ দিনের মধ্যে মামলা না করলে কোনো আইনি ব্যবস্থা নেয়া যাবে না। এ কারণে জনস্বার্থে সুপ্রিমকোর্টের ছয় আইনজীবী রিট করেন।
Faris
রিটকারীরা হচ্ছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ওমর ফারুক, কে এইচ বাহার রুমী, মাহফুজ বিন ইউসুফ, শামীম আরা, নাজমুল খন্দকার নাজমুল আহসান ও এসএম আসলাম।
অনীক আর হক বলেন, পুলিশ যথাথ আইনি ব্যবস্থা না নিলে বিষযটি আবারো আদালতের নজরে আনা হবে। রিট আবেদনে মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১২ অক্টোবর বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর গুলশানের ৭৪নং সড়কে দুই বন্ধুর কার রেসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। এতে রিকশায় মায়ের কোলে থাকা তিন থেকে চার বছরের এক শিশু নিহত হয়।
অনীক আর হক বলেন, পত্রিকার প্রতিবেদনে দেখেছি, গাড়িচালকের আসনে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমান (১৬)। পুলিশ গাড়িটি আটক করলেও মালিককে আটক করেনি।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ভাতিজার বেপরোয়া গাড়ি চালানোয় ১২ অক্টোবর সোমবার গুলশানে এক শিশু নিহত ও চারজন আহত হয়। সোমবার এ দুর্ঘটনা ঘটলেও মঙ্গলবার তা প্রকাশ পায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ ওই কিশোরকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�