নিউজ ডেস্ক : দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার সকাল এগারোটায় সারাদেশে জঙ্গি তৎপরতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে এ ঘোষনা দেয়া হয়। রাজধানীসহ সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, দেশের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ যেমন ভূমিকা রেখেছেন, তেমনি স্বাধীনতার পর সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নেতৃত্ব দান করেছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী লড়াই চালিয়ে যাবে।
সংগঠনটির সাধারন সম্পাদক জাকির হোসাইন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনো অন্যায়ের কাছে মাথানত করে না। কোন সাম্প্রদায়িক শক্তির কাছে আপোষ করে না। তাই জঙ্গিবাদের ক্ষেত্রেও কোন আপোষ নয়।
তিনি বলেন, যারা ধর্মের লেবাজ গায়ে দিয়ে ধর্মকে অসম্মানিত করছে ও সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে ছাত্রলীগ সাধারণ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মুল না হওয়া পর্যন্ত মাঠে থাকারও ঘোষনা দেন তিনি।
মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি কাজী এনায়েত, তোফাজ্জেল হক চয়ন, আরিফুর রহমান লিমন, মনির হোসেন, আলামিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস