রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১১:০৩:৫৮

দমকা বা ঝড়ো হাওয়াসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

দমকা বা ঝড়ো হাওয়াসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়ার পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থিত যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫০ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১৫ মিনিটে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে (১২২ মি.মি.)।-আবহাওয়া অধিদফতর
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে