রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৭:৪৯:৪৬

৫ জানুয়ারি নির্বাচনের পর আমি নিজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি : খালেদা

৫ জানুয়ারি নির্বাচনের পর আমি নিজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি : খালেদা

নিউজ ডেস্ক : ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলন স্থগিত করা ছিল একটি ‘ভুল’ সিদ্ধান্ত। ওই সময় আমি কারো পরামর্শ নিতে পারিনি। নিজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে গেলে এ কথা বলেন তিনি। ৩০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ।

খালেদা জিয়া বলেন, দেশবিরোধী কোনো চুক্তি করলে মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। তিনি সেখানে গিয়ে যা-ই কিছু করুন না কেন, আশা করি এমন কিছু তিনি করবেন না। জনগণকে পাশ কাটিয়ে কিছু করা হলে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে রাজপথের আন্দোলনে যেতে হবে বলেও মন্তব্য করেন এই সাবেক প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো নেই। কারো কোনো নিরাপত্তা নেই। গুম-খুন অব্যাহত রয়েছে। ছাত্রদল নেতা নূরুল আলম নূরুর মতো তরুণকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ দায় এড়াতে পারে না। শুধু বিরোধী দলই নয়, আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকরাও সরকারের কর্মকাণ্ডে অস্বস্তিতে আছে।’

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজে’র সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ শাহনওয়াজ, বিএফইউজে’র নেতা শফিউল আলম দোলন, চট্টগ্রামের ইস্কান্দার আলী চৌধুরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আব্দুর রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিএফইউজে’র সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, বিএফইউজে’র সহকারী মহাসচিব মো: মোদাব্বের হোসেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র বর্তমান সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে