ঢাকা : পুলিশ সন্ত্রাসীদের জীবিত ধরার চেষ্টা করলেই তারা আত্মঘাতী হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, আমরা তাদের জীবিত ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আত্মঘাতী হয়েছে।
রবিবার রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ‘আন্তদেশীয় অপরাধ : সার্ক প্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
দুই সপ্তাহব্যাপী ওই প্রশিক্ষণে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার পুলিশ সুপার সমমর্যাদার ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন।
আইজিপি বলেন, দুই সপ্তাহ ধরে সিলেট ও মৌলভীবাজারে চলা অভিযানে ১৪ জন নিহত হন। তাদের ১১ জনই আত্মঘাতী হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও জঙ্গি আস্তানা আছে এবং সেসব জায়গায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে।
তিনি বলেন, চিফস অব পুলিশ সম্মেলনে এ ব্যাপারে প্রতিবেশী দেশগুলো একমত হয়েছে। বাংলাদেশে শনিবার থেকে শুরু হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সম্মেলনেও দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস