নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত ইসলামের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে।
৩ এপ্রিল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির আদালতের কার্যতালিকায় ১৪৭ নাম্বার ক্রমিকে আবেদনটি দেখা যায়।
২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। এর পাঁচদিন পর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে