নিউজ ডেস্ক: সরকার মধ্যরাত থেকে ফেসবুক বন্ধের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন ওই বিবৃতিতে সই করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’— বিভিন্ন পত্রিকা ও অনলাইনে বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে বলতে চায়, সংবাদটি সঠিক নয়। সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।’
৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস