সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০৫:৪৪:৫৪

২০০৪-এ চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন কেন : বিএনপিকে হানিফ

২০০৪-এ চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন কেন : বিএনপিকে হানিফ

নিউজ ডেস্ক : বিএনপি অতীতের মত ভারত বিরোধী প্রচারণা চালিয়ে কোন ফায়দা হাসিল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। বিএনপির নেতাদের উদেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে কোন বিভ্রান্তিমূলক বক্তব্য দেবেন না।

মাহবুব-উল-আলম হানিফ সোমবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে ওলামা-মাশায়েখ জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি আরবের মক্কার পবিত্র কা’বা শরীফ ও মদিনার মসজিদে নববীর খতিবদ্বয় উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি পরিকল্পিতভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকারের জঙ্গী বিরোধী অভিযানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সম্পর্কিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রতিবেশী দু’টি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে যে কোন চুক্তি হতেই পারে। এ চুক্তির সাথে সরকারের জঙ্গী বিরোধী অভিযানের কোন সম্পর্ক নেই। এর আগেও আওয়ামী লীগ সরকারের সাথে বন্ধুপ্রতীম প্রতিবেশী ভারতের সাথে একাধিক চুক্তি হয়েছে। কিন্তু কোন চুক্তির ফলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোন আঘাত আসেনি।

ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে দেশের সকল তথ্য ভারতের কাছে চলে যাবে বিএনপির এমন দাবির জবাবে হানিফ বলেন, ‘তারা (বিএনপি) ২০০৪ সালে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। তাহলে আমরা কি বলব, চীনের কাছে আমাদের দেশের সকল তথ্য চলে গিয়েছিল।’

হানিফ বলেন, ‘হঠাৎ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে বিএনপি। তারা বলছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে নাকি দেশের সব ধরনের সামরিক তথ্য ভারতের সামরিক বাহিনীর হাতে চলে যাবে!’

‘সামরিক চুক্তি করলে যদি তথ্য চলে যায়, তাহলে ২০০৪ সালে আপনারা চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিলেন কেন? তথ্য দেয়ার জন্যই কী তখন সামরিক চুক্তি করেছিলেন?’ বিএনপির প্রতি প্রশ্ন রাখেন এই আওয়ামী লীগ নেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্য সরকার জঙ্গিবাদবিরোধী তৎপরতাকে ‘অভিনব কৌশল’ হিসেবে বেছে নিয়েছে।

রিজভীর ওই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘ভারত সফরের সঙ্গে জঙ্গির সম্পর্ক কী? ২০১১ সালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে চুক্তির কারণে এখন বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা পালিয়ে ওখানে গিয়ে থাকতে পারে না।’

০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে