সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০৭:৩০:১২

নববর্ষে মোটর সাইকেলের পেছনে কাউকে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নববর্ষে মোটর সাইকেলের পেছনে কাউকে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : বাংলা নববর্ষে মোটর সাইকেলের পেছনে কাউকে না নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে পহেলা বৈশাখ ও নববর্ষ নিয়ে নিরাপত্তার বিষয়ক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই বিকাল ৫টার পর উন্মূক্তস্থানে কোন অনুষ্ঠান করা যাবে না। ইভটিজিং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও বিপুল সংখ্যাক নিরাপত্তাবাহিনী পোশাকে ও সাদা পোশাকে থাকবে।

আসাদুজ্জামান খাঁন বলেন, রমনাবটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানন্ডির রবীন্দ্র সরোবরসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নববর্ষে মোটর সাইকেলের পেছনে কাউকে নেওয়া যাবে না এবং কাঁধে বা হাতে ব্যাগ পরিহার করার কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মো. আনোয়ার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে