নিউজ ডেস্ক : সরকারি আদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, একসঙ্গে তিন মেয়র বরখাস্ত! এটা কেমন কথা। এ কোন দেশে বসবাস করছি?
মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলে নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের কোথাও এভাবে জনপ্রতিনিধি বরখাস্ত করার নজির নেই।
এরশাদ বলেন, তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাদের বরখাস্ত করা যায় না। স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণে নিজের কর্মকান্ডে কথা স্মরণ করে তিনি বলেন, আমি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলাম। বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ আবার শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে।
এ সময় তিনি বলেন, দেশে শান্তি নেই, জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন ৭ থেকে ৮ জন মানুষ অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। সন্ত্রাসীরা মানুষ মারছে, আবার সন্ত্রাসীরাও মরছে। অনেক সময় তাদের পরিচয়ও আমরা জানি না।
জাপার শাসনামলের কথা তুলে ধরে এরশাদ বলেন, আমার আমলে এমন কোনো ঘটনা ঘটেনি। মানুষ শান্তিতে ছিল, ভালোবেসে বন্যার সময়ও বুক পানিতে নেমে তাদের বিপদে ছুটে গেছি, খাবার দিয়েছি। তাই মানুষ আমাকে এখনো স্মরণ করে, ভালোবাসে, জাতীয় পার্টিও শত আঘাতে ঠিকে আছে।
এর আগে ইসলামী ছাত্র মজলিসের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খোলফত মজলিসের মহানগর নেতা মাওলানা এস এম আল জুবায়েরের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। জাপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, মাওলানা এস এম আল জুবায়ের, ডা. নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি দলীয় মেয়র সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের মেয়র জি কে গউছ আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদেরকে বরখাস্তের আদেশ দেয়া হয়। এর আগে ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কথা বলে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে পদে ফেরার পর নতুন মামলা দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস