ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুদেশের মধ্যে মোট ৩৩টি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে, তবে এর মধ্যে তিস্তা চুক্তি বা প্রতিরক্ষা চুক্তি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আগামী ৭ই এপ্রিল শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বৈঠক হবে।
এ সফরের আগে আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলিকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সফরের সময় কোন প্রতিরক্ষা চুক্তি হবে কিনা। উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "হলে জানতে পারবেন । আমরা কোন কিছু গোপন করবো না, যখন হবে তখন জানিয়ে দেবো। যথাসময়ে দেখতে পাবেন। তবে ধৈর্য ধরতে হবে।
মাহমুদ আলি বলেন, সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধে তার ভাষায় "নিন্দুকরা যা বলছেন - এর মধ্যে তেমন কিছু নেই।"
এসময় পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এই সফরের সময় তিস্তা চুক্তি কতটা গুরুত্ব পাবে? জবাবে তিনি বলেন, অভিন্ন নদীগুলোর পানি বন্টন নিয়ে আলোচনা হবে।
মাহমুদ আলি বলেন, "পুরো বিষয়টা সার্বিকভাবে দেখতে হবে। একটা চুক্তি হলো কি হলো না - এতে কিছু যায় আসে না। দেখতে হবে যে ধারাটা কোথায় যাচ্ছে।"
পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।’
এই সফরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩৩টা চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানানো হয়। বলা হয়, এর মধ্যে থাকবে দু'দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা, আন্ত:সংযোগ ও বাণিজ্য, মহাকাশ গবেষণা, রেল এবং বাস চলাচলের মতো বিষয়গুলো।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস