বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০১:১৩:৪২

বিএনপি-জামায়াত চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হোক: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হোক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হোক তা কখনোই চায়নি বিএনপি-জামায়াত। ৬ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছে তারা সকলেই দেশের অর্থনীতিকে পঙ্গু করার পাঁয়তারা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ থেকে ২০০১ বাংলাদেশের জন্য ছিল স্বর্ণযুগ। ২০০১ বিএনপি ক্ষমতায় এসে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে খাদ্য ঘাটতির দেশে রূপান্তর করে। তারা শুধু ক্ষমতা ধরে রাখার কাজে ব্যস্ত ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যারাই ক্ষমতায় এসেছে তারাই এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘৭৫’র পর যারা ক্ষমতায় আসে তারা একে একে সকল শিল্প কারখানাগুলোকে বন্ধ করে দেয়। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে রাখা তাদের একটা লক্ষ্য ছিল।’
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে