নিউজ ডেস্ক : ইসলামের সঙ্গে জঙ্গিবাদকে সম্পর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই। ইসলামে জঙ্গিবাদের কোনও স্থান নেই। শুধু তাই নয়, একজন মুসলমান অন্য কোনও মুসলমান বা বিধর্মীকেও অন্যায়ভাবে হত্যা করতে পারে না। বরং মুসলিম দেশে বসবাসকারী অন্য ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তাও দায়িত্বও মুসলমানদেরই।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ মহাসম্মেলনে এসব কথা বলেন সৌদি আরব থেকে আগত দুই অতিথি মসজিদে নববির খতিব ও ইমাম শায়েখ ড. আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাশেম এবং মসজিদুল হারাম ও মসজিদে নববি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম।
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা মাশায়েখ মহাসম্মেলনে মসজিদে নববির খতিব ও ইমাম শায়েখ ড. আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাশেম বলেন, ‘ইসলাম ধর্ম জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে মুক্ত। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান নেই। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই।’
মসজিদে নববির খতিব বলেন, ‘আমাদের ধর্ম পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের শ্রদ্ধা করতে শিখিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্ম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মিলেমিশে থাকার শিক্ষা দেয়। কোরআন আমাদের শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার। ইসলাম ভ্রাতৃত্ব, শিক্ষা ও একে অপরকে শ্রদ্ধা করার শিক্ষা দিয়েছে। ইসলাম এমন একটি ধর্ম যেটা বোঝা ও আমল করা সবার জন্য খুব সহজ। ইসলাম বিশ্বের সব মানুষের মানবতার ধর্ম। ইসলাম ক্ষমা করা ধর্ম।’
ওলামা মাশায়েখ মহাসম্মেলনে মসজিদুল হারাম ও মসজিদুন নববি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম বলেন, ‘হে মুসলমান ভাইয়েরা, নিরপরাধ ব্যক্তিকে হত্যা ইসলামে বড় অপরাধ। আমরা নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারি না। কোনও মুসলমানকে কোন মুসলমান হত্যা করতে পারে না। বিধর্মীকেও অন্যায়ভাবে হত্যা করতে পারে না। অন্যায়ভাবে হত্যা করলে হাশরের ময়দানে জাহান্নামের আগুন রয়েছে। এ আগুন থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না।’
মসজিদুল হারাম ও মসজিদুন নববি কর্তৃপক্ষের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘ওই ব্যক্তিদের হত্যা করা যাবে না, যারা মুসলিম দেশে বাস করে এবং বিধর্মী। তাদের জান-মালের দায়িত্বও আল্লাহ মুসলমানদের দিয়েছেন। আজকাল দেখছি, মুসলমানরা মুসলমানদের হত্যা করছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই।’
শায়খ ড. মুহাম্মদ বলেন, ‘যারা মানুষ হত্যা করে তাদের জন্য জাহান্নাম রয়েছে যারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়, দেশে অশান্তি নিয়ে আসতে চায়, যারা জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কিত, তারা জাহান্নামে যাবে। মনে রাখবেন, ইসলামে করেকটি কাজ হারাম। মানুষকে ভয়-ভীতি দেখানো, সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করা— এসবের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলামের সঙ্গে সম্পর্কিত করার চেষ্টা করা হচ্ছে। ইসলামের সঙ্গে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই। সুতরাং আমাদেরকে ইসলামকে মজবুত করার জন্য ইসলামের তালিমকে মজবুত করতে হবে।’
মসজিদুল হারাম ও মসজিদুন নববি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রদের গুমরাহ করার জন্য দেশে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবহার করা হয়। তাদের বলুন, তাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘যারা ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে, তাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে দূরের কোনও সম্পর্কও নেই।’
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস