শুক্রবার, ০৭ এপ্রিল, ২০১৭, ১২:৫০:০০

অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি, আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি, আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে দিল্লি শহরকে নতুন করে সাজানো হয়েছে।শহরের বিভিন্ন সড়ক ও প্রান্তে উড়ছে দুদেশের পতাকা। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে অন্তত ২০টি চুক্তি-সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে দিল্লি।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বিশেষ ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছানোর যাবেন প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। শুক্রবার রাতে বাংলাদেশ দূতাবাসে এক রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,বাংলাদেশের বন্ধু হিসেবে সম্মাননাপ্রাপ্ত ভারতীয়রা এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর একটি লেখা বাংলা ও ইংরেজি মাধ্যমের দুটি পত্রিকায় প্রকাশের কথা আছে। এছাড়া শনিবার (৮ এপ্রিল) একটি সংবাদপত্রে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হবে। শনিবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সফর শুরু হবে। এদিন শুরুতেই  তাকে  গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপর তিনি রাজঘাটে গান্ধীর সমাধিতে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে হায়দারাবাদ হাউজে। এরপরই রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অংশগ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।

শনিবার বিকালে মানেকশ সেন্টারে ভারতীয় শহীদ সৈনিকদের সম্মাননা প্রদান করা হবে। সেখানে মোট ১৬৬১ জনের মধ্যে সাতজন শহীদ সৈনিকের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যদেরকে সম্মাননা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী রবিবার (৯ এপ্রিল) আজমীর শরীফে যাবেন এবং বিকাল বা সন্ধ্যায় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করবেন। এরপর রাতে রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ এপ্রিল) ব্যবসায়ীদের একটি সেমিনারে অংশগ্রহণ করবেন এবং ওই বিকালে ঢাকায় ফিরে যাবেন।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লিতে ব্রিফিং করেন ভারতের বিদেশ মন্ত্রনালয়ের বাংলাদেশ ও মিয়ানমার ডেস্কের প্রধান, যুগ্ম সচিব শ্রিপ্রিয়া রঙ্গনাথান। সেখানে তিস্তা চুক্তির বিষয়ে তিনি স্পষ্ট করেই বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলা ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্যগুলোর মতামত নিয়ে যে কোনো চুক্তি সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এখনো ঐকমত্য হয়নি বলে উল্লেখ করেন তিনি।
০৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে