আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত সড়ক ‘পার্ক স্ট্রিট’ এবার থেকে পরিচিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগের দিন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশটির রাজধানী নতুন দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) পার্ক স্ট্রিটের নাম বঙ্গবন্ধুর নামে রাখার সিদ্ধান্ত এক সার্কুলারের মাধ্যমে জানিয়েছে।
এনডিএমসি’র ভাইস চেয়ারম্যান করন সিং তানবার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর আগেই সড়কের নাম বদলের কার্যাবলী রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।
০৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি