নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি ছাড়া অন্য কোনও চুক্তি বা সমঝোতা স্মারক বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির সামনে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা তিস্তা। ভারতকে প্রতিবেশী উল্লেখ করে ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, বাণিজ্যিক ঘাটতিসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট আরও অনেক সমস্যাই আছে। সেসব সমস্যা সমাধান না হয়ে শুধু সামরিক চুক্তি বা সমঝোতা বাংলাদেশের জনগণ মানবে না।
দলীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যেই বিএনপি হাইপ্রোফাইল সংবাদ সম্মেলন করে বলেছে, দলটি প্রতিরক্ষা চুক্তি বা সামরিক সমঝোতা চুক্তি চায় না।
০৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস