নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার সকালে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছে ভারত। রাষ্ট্রপতি ভবনের ফোর্স কোর্টে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরমধ্য দিয়ে শুরু হয়েছে শেখ হাসিনার চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি। এরপর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এসময় তিনি মহাত্মার সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন এবং কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে শোক বইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, 'মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। মহাত্মা গান্ধী দক্ষিণ এশিয়াসহ সারাবিশ্বের মুক্তিকামী জনগণের অনুপ্রেরণার প্রতীক।
তার অহিংস ও অসহযোগ আন্দোলন আমাদের মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অনুপ্রাণিত করেছে। মহাত্মার আদর্শ অনাগত ভবিষতের সকালের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
০৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস'