শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ১০:২৬:৫৩

রাষ্ট্রপতির কাছে মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ

রাষ্ট্রপতির কাছে  মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের করা আবেদন খারিজ হয়েছে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামির বিরুদ্ধে এখন জেলকোড অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি সর্ম্পকে নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন। আমরা জেলকোড অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেব। এর আগে গত ২৭শে মার্চ মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন হাতে পায় কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান।

ওই দিন জেল সুপার বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এদিকে গত ১৯ শে মার্চ মুফতি আব্দুল হান্নানকে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদন্ডের রায় রিভিউর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উল্লেখ্য, বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় তাকে মৃত্যুদন্ড দিয়েছিলো সর্বোচ্চ আদালত। ২০০৪ সালের ২১ শে মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় তিনিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন ও নিহত হন পুলিশ কর্মকর্তাসহ তিনজন।

মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদন্ড দেন। পরে গত বছরের ০৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ রা ফেব্রুয়ারি শেষ হয়। বিচারিক আদালতের দন্ড বহাল রেখে ১১ই ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট।
০৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে