নয়া দিল্লী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দু-দেশের মধ্যে ২২টি চুক্তি সই হলেও, তিস্তার জলবণ্টন নিয়ে কোনও সমধান সূত্র মিলল না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্মতি নিয়েই তিস্তার জলবণ্টন চুক্তি হবে। শেখ হাসিনাকে আশ্বস্তও করেছেন। 'সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত সমাধান সূত্র বের করা হবে।'
রাতে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে সেই 'সমাধান সূত্র'ই দিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জী তিস্তার বদলে তোর্সা-সহ তিনটি নদীর জল দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন। তবে, তিস্তার জলবণ্টনে যে তীব্র আপত্তি রয়েছে তা আবারও স্পষ্ট করে মমতা জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। খবর ইন্ডিয়া টাইমসের।
‘বাস্তব প্রেক্ষিত’ উল্লেখ করে মমতা ব্যানার্জী আগেও বলেছেন, মার্চেই তিস্তাগর্ভে জল থাকে না। ফলে, তিস্তার দু-পাশ বারাবর বিস্তীর্ণ অঞ্চলে জলের তীব্র জলসংকট তৈরি হয়। এখন জুলাইয়ের আগে বর্ষাও আসে না। ফলে, মার্চ থেকে জুন এই তিন মাস জলকষ্ট তীব্র হয়ে ওঠে। এমতবস্থায় তিস্তা যেহেতু উত্তরবঙ্গের প্রধান নদী, লাইফলাইন, সেখানকার মানুষকে সমস্যায় ফেলে কী করে জলবণ্টন সম্ভব?
মমতা ব্যানার্জী এদিন প্রধানমন্ত্রীকে বলেন, তিস্তার জল চলে গেলে, চাষবাসের পাশপাশি উত্তরবঙ্গে পানীয় জলেরও তীব্র সংকট তৈরি হবে। যে কারণে তিস্তার জলবণ্টনে সমস্যা রয়েছে। তাই তিস্তা নয়, শেখ হাসিনার কাছে তোর্সা-সহ মোট তিনটে নদীর নাম উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
শুধু শেখ হাসিনা নন, নরেন্দ্র মোদিকেও এই বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছেন মমতা। তাতে বাংলাদেশে জলের দুর্ভোগ কমবে বলেই দাবী মমতা ব্যানার্জীর।
এর আগে তিস্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে আশা প্রকাশ করে মোদি বলেন, আশাকরি শেষপর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই জলবণ্টন চুক্তিতে সম্মতি জানাবেন।
মোদি বলেন, আজ এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এরপরই বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি পূরণে আন্তরিক। চেষ্টা চলছে। এই ইস্যুতে শীঘ্রই সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে মোদি আশাপ্রকাশ করেন।
০৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস