রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৩:২৯:৪৭

মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করেছেন শেখ হাসিনা

মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করেছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক: চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন রোববার আজমির শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৮টায় নয়া দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে জয়পুরে যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সেখান থেকে হেলিকপ্টারে করে সকাল ১০টার পর প্রধানমন্ত্রী আজমিরে পৌঁছান। এ সময় খাজা মঈনুউদ্দিন চিশতীর দরগায় তাকে স্বাগত জানান মোয়াল্লেম হাজী কলিমউদ্দিন। এরপর খাজা মঈনউদ্দিন চিশতীর সমাধিতে গিলাফ চড়ান এবং মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে যান- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানিসম্পদ-মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তার ব্যবস্থা নেয় আজমীর জেলা প্রশাসন। হাসিনার এই সংক্ষিপ্ত সফরের সময়টুকুতে সাধারণের প্রবেশ সীমিত করা হয় দরগাহ এলাকায়।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে