নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। ভারতে চারদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী সকালে নয়াদিল্লী থেকে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগায় পৌঁছেন।
প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি , অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন। রাজস্থান শহরে অবস্থিত এই দরগা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সকল ধর্মের মানুষের একটি তীর্থস্থান। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দরগায় জিয়ারত করতে আসেন। সুফী সাধক খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) ১১৯২ সালে পারস্য থেকে আজমীর শরীফ আসেন।
শেখ হাসিনা বিকেলে রাজধানী নয়াদিল্লী ফিরে আসেন। সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ দিনের শেষে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে তিনি রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং তার সম্মানে আয়োজিত রাষ্ট্রপতির ভোজসভায় যোগ দেবেন। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে শুক্রবার নয়াদিল্লী পৌঁছেন।
০৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস