নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণম মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে তিনি সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন।
ইহসানুল করিম জানান, সাক্ষাৎকালে তারা নরেন্দ্র মোদির সঙ্গে দু’দেশের গতকাল অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রণব মুখার্জী বলেন, ‘শুভ্রা মুখার্জীর (প্রণব মুখার্জীর স্ত্রী) মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি সমবেদনা জানাতে ভারত সফর করে যে অভিব্যক্তি প্রকাশ করেছেন, তা ব্যক্তিগতভাবে আমাকে স্পর্শ করেছে।’
এ সময় শেখ হাসিনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি সর্বান্তকরণে সমর্থন দানের জন্য প্রণব মুখার্জীকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব বলেন, বৈঠকে তারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনার ভারতে নির্বাসিত জীবনে তাদের দুই পরিবারের স্মৃতিচারণ করেন।
বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তিদানের জন্য অব্যাহত উদ্যোগ গ্রহণে শেখ হাসিনার প্রশংসা করেন প্রণব মুখার্জী। এরপর শেখ হাসিনা তার সম্মানে ভারতীয় রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেন।
০৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস