মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৬:৪০:২৪

তিস্তায় পানি আসবেই, কেউ আটকাতে পারবে না : প্রধানমন্ত্রী

তিস্তায় পানি আসবেই, কেউ আটকাতে পারবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ভারত সফরে তিস্তাচুক্তি না হলেও হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং তিনি বলেছেন, ‘আমরা আছি ভাটিতে। আমাদের কাছে পানি আসবেই। কেউ আটকে রাখতে পারবে না।’

গণভবনে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আত্মবিশ্বাস ব্যক্ত করেন।

পানির জন্য নিজস্ব কিছু ড্রেসিং পদক্ষেপ নিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানি দাও, পানি দাও করে চিৎকার করলে হবে না। পানি আসবেই, বৃষ্টি বেশি হলেতো পানি ছাড়তেই হবে। তখন সেটা আমাদের ধরে রাখতে হবে। খালি হাতে তো আসিনি। পানি চেয়েছিলাম, বিদ্যুৎ পেয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় এসে বলেছিলেন পানি দেবেন, আমার এবারের সফরেও তিনি পানি না দেওয়ার কথা কিন্তু বলেননি। তিনি আশেপাশের কিছু নদীকে মিলিয়ে যৌথসমীক্ষার কথা বলেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুস্পষ্টভাবে বলেছেন, তিস্তাচুক্তি হবে। তিনি যখন বলেছেন, আমরা অপেক্ষা করতেই পারি।’

তিস্তাচুক্তি এড়িয়ে মমতার বিকল্প প্রস্তাব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমিও তাকে বিকল্প প্রস্তাব দিয়েছি। তোর্সা ও জলঢাকা নদী থেকে আমাদের পানি না দিয়ে তারাই বরং তা তিস্তায় নিয়ে যাক। তারপর সেখান থেকে আমাদের পানি দেওয়া হোক।’

প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিস্তার গজলডোবায় বাঁধ যখন করা হয়, তখন যারা আমাদের এখানে ক্ষমতায় ছিল, তাদের এ নিয়ে বক্তব্য থাকা উচিত ছিল। এ ব্যারেজের পরিকল্পনা ভারতের বহু আগে থেকে। আজ যারা চিৎকার করে গলা ফাটাচ্ছে, তারা টু শব্দ করেনি কেন তখন? আমরা আবার সেই নদীতেই ব্যারাজ বানিয়েছি। এর ফল আমরা এখন ভোগ করছি।’
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে