মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৯:৫৭:৪০

সুপ্রিম কোর্টের সামনের মূর্তি আমারও পছন্দ নয়: প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের সামনের মূর্তি আমারও পছন্দ নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা পছন্দ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে গণভবনে আলেমদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

গ্রিক দেবীর মূর্তিতে শাড়ি পরিয়ে দেওয়ার বিষয়টিও ইতিবাচকভাবে দেখছেন না প্রধানমন্ত্রী। নিজের বক্তব্যে সেকথাও উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে এই মূর্তি স্থাপনের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার কথা এগিয়েছে বলে জানান শেখ হাসিনা।

এ সময় জাতীয় উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণে সহযোগিতার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মীয় উপাসনালয় আলাদা জায়গায় সরিয়ে নেওয়া যায় না, এটা ঠিক নয়। তবে মসজিদ সরানোর জন্য নতুন করে কোনও আইন হচ্ছে না। ভূমি আইনে আগেও এটি ছিল।’

মসজিদ প্রসঙ্গে ১৯৮৪ সালে প্রথম ওমরাহ করতে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তখন মক্কা-মদিনায় অনেক ছোট ছোট মসজিদ ছিল, সেগুলো এখন নেই। মসজিদ নববী বিশাল আকারের মসজিদ।’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর মৃণাল হক। ডান হাতে নিচের দিকে করা একটি তলোয়ার আর বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়ানো নারী। এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন তা অপসারণের দাবি জানিয়ে আসছে।

১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে