সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৩:২৯

সমাজকল্যাণমন্ত্রী আর নেই

সমাজকল্যাণমন্ত্রী আর নেই

ঢাকা : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকাল নয়টার দিকে মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী সৈয়দা সায়রা মহসিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ মহসিন আলী নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত ৫ আগস্ট অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

গত ৪ আগস্ট রাতে হবিগঞ্জের মাধবকুণ্ডে আলোচনা সভা থেকে ফিরলে রাতে শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সার্পোটে রাখা হয়।

এরপর পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকি‍ৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সমাজকল্যাণমন্ত্রীকে।সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকাল নয়টার দিকে মারা যান।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে