শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২:১৬

এ বছরই নির্বাচন হবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামসুজ্জামান দুদু

এ বছরই নির্বাচন হবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামসুজ্জামান দুদু

এমটিনিউজ২৪ ডেস্ক : এ বছরের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভার সামনের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, জিয়া তো এমনি এমনি রাষ্ট্রপতি হননি, খালেদা জিয়াও তো এমনি এমনি প্রধানমন্ত্রী হননি। তেমনি তারেক সাহেবের ১৭ বছরের চেষ্টা, উদ্যোগ ও সংগ্রাম চাট্টিখানি কথা না। সে তো প্রধানমন্ত্রী হবেই। ইলেকশনও হবে। এই বছরের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, বিএনপির খেলা এখনো দেখেন নাই। আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কি ফেলে দিলেন, কি হয়ে গেলেন। ৮০০টি ভাই, কারো স্বামী কারো সন্তান এখনো ফিরে আসে নাই। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন তবু আপোস করেননি।

তিনি আরও বলেন, বেটা কৈ ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। ৬০ লাখ মামলা। কয়টা মামলা আছে তোমার? ৬০ লাখ মামলার আসামি বিএনপি। ঘরে ঘুমাতে পারে নাই। বনে বাজারে জমির আলে থেকেছে। এই পঞ্চগড়ের স্টুডেন্ট ছেলেটাই হয়তো বাঁচার আশায় ঢাকায় রিকশা চালিয়েছে। এমনি এমনিই বাংলাদেশ মুক্ত হয়ে গেল? এতোই যদি শক্তি, এতোই যদি ক্ষমতা নির্বাচনে বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দিবে তারপর বুঝে দেখবেন নির্বাচন করবেন কিনা। বিএনপিকে চিনেন নাই এখনো।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুনি মানুষ। দেশে বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়িয়েন না। বিএনপিকে রাস্তায় নামাইয়েন না। যদি একবার রাস্তায় নামান-ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই আপনাকে বিদায় করতে চাই। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ও বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সাবেক এমপি অ্যাডভোকেট রীনা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, বিএনপি নেতা ইউনুস শেখ প্রমুখ। সমাবেশে জেলা, পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে